শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ে পতেঙ্গা সৈকত থেকে চেয়ার-টেবিল সরালেন দোকানদাররা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের ওয়াক ওয়েতে চেয়ারটেবিল না বসানোর অনুরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল ৫০ জন শিক্ষার্থীর একটি দল সেখানে গিয়ে তা অপসারণের জন্য দোকানদারদের এক ঘণ্টা সময় বেঁধে দেন। শিক্ষার্থী মেহেদী হাসান আসিফ বলেন, আমরা বিকেলে প্রায় অর্ধশত শিক্ষার্থী পতেঙ্গা সমুদ্র সৈকতে যাই। সেখানে সৈকতের মূল পয়েন্ট দখল করে কোনো চেয়ারটেবিল না বসানোর অনুরোধ করি দোকানদারদের। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপনা বসিয়েছে তাদের এক ঘণ্টার মধ্যে তা সরিয়ে নিতে বলেছি এবং দোকানদাররা তা সরিয়ে নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশের ব্যবসা-বাণিজ্যে গতিশীল ও সুষ্ঠু পরিবেশ স্থাপনের আহ্বান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম