বাঁশখালীতে গভীর রাতে ৩ দোকান পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়াতে দোকান মালিকদের অন্তত ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তা হলেন-চন্দনের আদি-রবি মিষ্টি ভান্ডার, পাপ্পাুর পানের দোকান ও আল আমিন ক্লথ স্টোর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩ দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে হলো সেটার সঠিক খবর পাওয়া যায়নি।

স্থানীয় মোহাম্মদ তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ টি দোকানের সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে হলো সেটার সঠিক খবর পাইনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় আগে স্থানীয়রা পুরো আগুন নিয়ন্ত্রণ আনে। এতে ৩টি দোকানের মালামাল পুড়ে গেছে, তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে আটক চট্টগ্রাম আ.লীগ নেতা নুরুল আজিম
পরবর্তী নিবন্ধজাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ড. ইউনূসের শ্রদ্ধা