ইউএস ওপেনে খেলবেন না নাদাল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

শতভাগ দিতে পারবেন না বলে আসন্ন ইউএস ওপেনে খেলবেন না স্পেনিশ তারকা রাফায়েল নাদাল। চলতি বছর এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে সরিয়ে নিলেন স্প্যানিশ তারকা। চলমান প্যারিস অলিম্পিকে টেনিসের পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের বিপক্ষে হারেন নাদাল। কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেঁধে দ্বৈতের লড়াইয়ে নেমে তার যাত্রা থামে কোয়ার্টার ফাইনালে। আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্তের কথা বুধবার রাতে সামাজিক মাধ্যম এঙএ জানান নাদাল। তবে কোনো নির্দিষ্ট ইনজুরি অথবা অন্য কোনো সমস্যার কথা জানাননি ৩৮ বছর বয়সী তারকা। ২০১৯ সালের পর থেকে মাত্র একবারই ইউএস ওপেনে খেলেছেন নাদাল। তার ২২ গ্র্যান্ড স্ল্যামের চারটি জিতেছেন ইউএস ওপেনে। আগামী মাসে বার্লিনে লেভার কাপে খেলার পরিকল্পনা আছে বলে জানান তিনি। এর আগে নাদাল ইঙ্গিত দিয়েছিলেন এই বছরের শেষে টেনিসকে বিদায় বলবেন তিনি। চলতি বছর এর আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন ইনজুরির কারণে। অলিম্পিকে মনোযোগ দিতে খেলেননি উইম্বলডনে। মাঝে ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন রোঁলা গাঁরোয় রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবল লিগের মতবিনিময় সভা কাল
পরবর্তী নিবন্ধরিয়ালের জার্সিতে প্রথমবার অনুশীলন সারলেন এমবাপ্পে