পেকুয়ায় শহীদ ওয়াসিমের পরিবারের পাশে কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৮:৩৮ অপরাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর প্রথমদিকে সাত শহীদের অন্যতম কক্সবাজারের পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় আমীরে জামায়াত ডাঃ শফিকুল ইসলামের নির্দেশে কেন্দ্রীয় কমিটির অন্যতম এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহাজাহানের নেতৃত্বে একটি টিম শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের দেখতে যান।

তিনি শহীদের মায়ের সাথে কথা বলে পরিবারের খোঁজখবর নেন। এ সময় আমীরে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহাজাহান শহীদের মায়ের হাতে নগদ ১ লাখ টাকা হাদিয়া প্রদান করেন এবং আজীবন শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরে পেকুয়া উপজেলা জামায়াতের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, জালেম ফ্যাসিস্ট সরকার শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করে। সব হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আজীবন পাশে থাকাবো।

উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী,কক্সবাজার শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুক।

এ সময় জেলা কর্ম পরিষদ সদস্য হেদায়েত উল্লাহ,বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম,পেকুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মন্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় গুলিতে নিহত কিশোরের দাফন
পরবর্তী নিবন্ধ১৬ বছর পর উখিয়া কলেজে প্রবেশ করলো ছাত্রদল