চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি দলের সবাইকে সচেতন থাকার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। তিনি বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা বিধান, নগরীর আইন–শৃঙ্খলা রক্ষায়ও আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের করণীয় ঠিক করতে হবে। নিজেদের তৈরি করতে হবে সঠিক মূল্যবোধে। পরিবেশ ও পরিস্থিতি মোকাবেলায় কৌশল আয়ত্ত ও অনুশীলন করার মানসিকতা থাকতে হবে। আমাদের সামাজিক সম্পর্কের মধ্যে ব্যাপক এক পরিবর্তন সূচিত হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। দেশের সব মানুষকে ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং শান্ত থাকতে হবে।
তিনি গতকাল বুধবার নগরীর পাহাড়তলী থানার সার্বিক পরিস্থিতি ও আইন–শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিচালনা নিয়ে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সিডিএ মার্কেট ব্যবসায়ী সমিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।