ম্যাচ ফিক্সিংসহ আরও কয়েকটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ইহসানুল্লাহ জানাত। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে। এ বছরের কাবুল প্রিমিয়ার লিগে খেলার সময় এসিবি ও আইসিসির দুর্নীতি–বিরোধী কোড ভাঙার অভিযোগ উঠেছিল জানাতের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে নিষিদ্ধ করা হলো। জানাতের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি–বিরোধী কোডের ২.১.১ ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল। তদন্তে যার সত্যতা পাওয়া যায়।