ওয়াসার কর্মচারীদের সাথে এমডির মতবিনিময়

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সাথে ওয়াসার কর্মচারীদের মতবিনিময় সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় বিগত সময়ের চট্টগ্রাম ওয়াসার কর্মকান্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানি সরবরাহে আন্তরিকতার সাথে সবাইকে দলমত নির্বিশেষে এক সাথে কাজ করার বিষয়ে অনুরোধ জানান। এছাড়া চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজসমূহ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

আগামী দিনগুলোতে মহানগরীতে বিশুদ্ধ পানি সরবরাহে সকলের সহযোগিাতা কামনা করা হয়। সভায় চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকতা কর্মচারীগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের অভিযোগ
পরবর্তী নিবন্ধট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের জন্য আশার আলোর উপহার