কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামে গ্রেপ্তার সাড়ে আটশত শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের নেতাকর্মী মুক্তি পেয়েছেন। গতকাল রাত সাড়ে আটটায় আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন।
তিনি বলেন, গত মঙ্গলবার ও গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। যারা মুক্তি পেয়েছেন তারা চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন। এরই ধারাবাহিকতায় যাচাই–বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়।