সহায়তা পেতে সেনা ক্যাম্পে যোগাযোগের অনুরোধ

নাশকতা-হুমকি

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা হানাহানি হলে, কিংবা কেউ প্রাণনাশের হুমকির মুখোমুখি হলে সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সে জন্য বিভিন্ন বিভাগে সেনাবাহিনীর ক্যাম্পগুলোতে যোগাযোগের ফোন নম্বরও প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরআইএসপিআর।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। তবে কেউ যেন মিথ্যা তথ্য না দেন, গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত না করেন, সে বিষয়েও সতর্ক করেছে আইএসপিআর। খবর বিডিনিউজের। থানায় হামলার পর আতঙ্কের মধ্যে গত মঙ্গলবার পুরো ঢাকা পুলিশশূন্য হয়ে পড়ে। পরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানার নিরাপত্তায় আনসার নামানো হয়। এর মধ্যে মঙ্গলবার রাতে ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, চান মিয়া হাউজিং, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং এলাকায় এই ডাকাতির আতঙ্ক ছড়ায়। ‘ডাকাতি হচ্ছে’ বলে মসজিদে মসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা লাঠিসোঁটা হাতে দল বেঁধে রাস্তায় নামেন ডাকাতি ঠেকাতে। সেনাবাহিনী ক্যাম্পের নম্বরগুলো হলো বরিশাল বিভাগ, বরিশাল ০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬, পটুয়াখালী ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২, ঝালকাঠি ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২, পিরোজপুর ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮, চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী ০১৬৪৪৪৬৬০৫১, ০১৭২৫০৩৮৬৭৭, চাঁদপুর ০১৮১৫৪৪০৫৪৩, ০১৫৬৮৭৩৪৯৭৬, ফেনী ০১৭৬৯৩৩৫৪৬১, ০১৭৬৯৩৩৫৪৩৪, লক্ষ্মীপুর ০১৭২১৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০, কুমিল্লা ০১৩৩৪৬১৬১৫৯, ০১৩৩৪৬১৬১৬০,

বি. বাড়ীয়া ০১৭৬৯৩২২৪৯১, ০১৭৬৯৩৩২৬০৯, কঙবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২, চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত) ০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ চট্টগ্রাম বিমানবন্দরে আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গ্রেপ্তার ৮৫০ জন কারামুক্ত