কক্সবাজারের পেকুয়ার এক বিধবা মহিলার কাছ থেকে নকল স্বর্ণের বার দেখিয়ে আসল স্বর্ণ আসল স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র।
ঘটনাটি ঘটেছে পেকুয়া বাজার থেকে বাঁশখালী চলাচল সড়কে। এ সড়কে একটি প্রতারক চক্র দীর্ঘদিন প্রতারণা করে সাধারণ যাত্রীদের সর্বস্ব হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
পেকুয়া সদর ইউনিয়েরন সিরাদিয়া এলাকার ভুক্তভোগী বিধবা মহিলা রওশন আরা বেগম (৪৫) জানান, তিনি তার কলেজ পড়ুয়া মেয়ে শারমিনকে নিয়ে বাঁশখালী যেতে পেকুয়া বাজার হতে সিএনজি অটোরিকশায় উঠে সিএনজি অটোরিকশা চালক চৌমুহনী থেকে আরো ২ জন যাত্রী উঠায়।
তারা পথিমধ্যে রাস্তায় একটি ভ্যানেটি ব্যাগ পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে ব্যাগটি নিয়ে নেন।
পরে ব্যাগে থাকা একটি চিরকুট আমার মেয়েকে পড়তে বলে এর পর আমাদের তারা যা বলছে তা শুনতে বাধ্য হয়ে যায়।
এসময় তারা নকল স্বর্ণের বার হাতে দিয়ে আমাদের কাছ থেকে আসল স্বর্ণের কানের দুল গলার চেইন ও নগদ টাকাসহ প্রায় ১ লাখ টাকা হাতিয়ে নেন।