বৃষ্টির জলে নৌকা ভাসে
পালে লাগে দোলা,
নদীর পাড়ে বাঁশি বাজায়
লম্বা চুলের পোলা।
ওগো পোলা কোথায় থাকো
কোন ভিটাতে ঘর,
বাঁশির সুরে নদীর পাড়ে
জাগছে নতুন চর।
তোমার বাড়ি যাবে কুটুম
খোকা তাহার নাম,
সঙ্গে যাবে শঙ্খ মাঝি
সাথে চিঠির খাম।
নতুন চরে ফুল – পাখিদের
চলছে মিলনমেলা,
জোয়ার জলে কাশের বনে
ডাহুক ছানার খেলা।