গাজায় সংঘাত অব্যাহত, ২৪ ঘণ্টায় ৪৫ ফিলিস্তিনি নিহত

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজায় ৪৫ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যিনি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের দায়িত্বে ছিলেন। তার মৃত্যু ইসরায়েলের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি খবর জানিয়েছে।

গাজার মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার আলবুরেইজ শিবিরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। রাফাহতে পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন। হামাস তাদের যোদ্ধাদের হতাহত সংখ্যা প্রকাশ করে না। হামাসের সশস্ত্র শাখা বলেছে, তাদের যোদ্ধারা রাফাহের পূর্বে ইসরায়েলি দুটি সেনা পরিবহনের ধ্বংস করেছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ইসরায়েল বর্তমানে উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের ইরানসমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় ১০ মাস আগে যুদ্ধ শুরু হওয়র পর একাধিক দিক থেকে হুমকির সম্মুখীন হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬৬ জন আহত হয়েছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসাবশেষ ও রাস্তায় চাপা পড়ে আছে, যেখানে অ্যাম্বুলেন্স এবং সিভিল এমারজেন্সি টিম পৌঁছাতে পারছে না। পশ্চিম তীরে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী আরও আটজনকে হত্যা করেছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৯ হাজার ৬২৩ বেসামরিক নাগরিক। আহত কমপক্ষে ৯১ হাজার ৪৬৯ জন।

পূর্ববর্তী নিবন্ধরানিং মেট হিসাবে মিনেসোটার গভর্নরকে বেছে নিলেন কমলা হ্যারিস
পরবর্তী নিবন্ধকারাগারে ইমরানের এক বছর, পিটিআইয়ের জনসভা