রানিং মেট হিসাবে মিনেসোটার গভর্নরকে বেছে নিলেন কমলা হ্যারিস

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালেজকে বেছে নিয়েছেন। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় (ব্যাটলগ্রাউন্ড স্টেটস) সফর শুরুর প্রাক্কালে ওয়ালেজের নাম জানালেন হ্যারিস। মঙ্গলবার নিজের মনোনীত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সঙ্গে নিয়ে পেনসিলভেইনিয়ার ফিলাডেলফিয়া থেকে প্রচার সমাবেশ শুরু করছেন তিনি। খবর বিডিনিউজের।

হ্যারিস তার রানিং মেট বেছে নিতে সম্ভাবনাময় কয়েকজন প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে পরে তালিকা সীমিত করে সোমবার দুইজনের নাম রেখেছিলেন। এর একজন ছিলেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং পেনসিলভেইনিয়ার গভর্নর জশ শ্যাপিরো। তার মধ্যে থেকেই টিম ওয়ালেজকে বেছে নিলেন তিনি। সোমবার রাত কিংবা মঙ্গলবার সকালের মধ্যেই রানিং মেট হিসাবে কাকে বেছে নেওয়া হয়েছে তা প্রার্থীদেরকে জানিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতে তিনি কোনও কল করেননি। পরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টিম ওয়ালেজের রানিং মেট হওয়ার খবর জানিয়েছে। হোয়াইট হাউজের লড়াইয়ে এগিয়ে থাকতে দোদুল্যমান রাজ্যগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। মঙ্গলবার থেকে হ্যারিসের পাঁচ দিনের প্রচারাভিযান শুরু হচ্ছে পেনসিলভেইনিয়া থেকে। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে প্রতিপক্ষ রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার লড়াইয়ে গতিপ্রকৃতি নির্ধারণ করে দেবে প্রচারাভিযান।

পূর্ববর্তী নিবন্ধইরাকে সামরিক ঘাঁটিতে হামলায় ৫ মার্কিন সেনা আহত
পরবর্তী নিবন্ধগাজায় সংঘাত অব্যাহত, ২৪ ঘণ্টায় ৪৫ ফিলিস্তিনি নিহত