এলাকায় এলাকায় কমিটি করে সহিংসতা প্রতিরোধের আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র জনতা মঞ্চের পথসভা, মাইকিং

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

পাড়ায় পাড়ায় কমিটি, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ, জনগণের সম্পদ রক্ষার দাবিতে একাধিক পথসভা ও গণসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা মঞ্চ। গতকাল নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী, নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী নুরুল আবসার মজুমদার স্বপন, ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ইমন সৈয়দ, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শ্রীধাম কুমার, মাস্টার নজীর আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক রিদোয়ান ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা আরিফ মুহিউদ্দিন, নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের আবদুল মাবুদ, গণসংহতি আন্দোলন জেলার ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মিজানুর রহিম চৌধুরী, গণসংহতি আন্দোলন জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য চিরুন্তন চিরু ও মো. মোরশেদুল আলম, গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানা কমিটির আহ্বায়ক ইকবাল মাসুদ, চান্দগাঁও থানা কমিটির সদস্য সচিব শেখ মঈনুল আজাদ, চান্দগাঁও থানা কমিটির সদস্য আসাদুজ্জামান মুক্তিয়ার, গার্মেন্টস শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মো. সোহাগ, গণসংহতি আন্দোলন জেলার সদস্য প্রকাশ মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশকে রক্ষায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

এ সময় চেরাগী মোড় থেকে শুরু করে জামালখান, জে এম সেন হল মন্দির হয়ে চকবাজার শিব মন্দির, শিখ টেম্পল গুরুদুয়ারা, রাধামাধব আখড়া, কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহার, নরসিংহ আখড়া, পাঁচলাইশ আবাসিক এলাকা হয়ে প্রবর্তক সঙ্গীত ভবন, প্রবর্তক ইসকন মন্দির, গোলপাহাড় পশুরক্ষক সমিতির পশুসালা, গোলপাহাড় মহাশশ্মান কালিবাড়ি, কৃষ্ণমন্দির ব্যাটারি গলি, নন্দনকানন বৌদ্ধবিহার পর্যন্ত মাইকিং এবং পথ সভা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলো যা পারেনি তা করে দেখিয়েছে ছাত্রজনতা
পরবর্তী নিবন্ধমহান আল্লাহ তাঁর রাসুলের (দ.) মান সবার উপরে রেখেছেন