বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বাংলাদেশের সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশে ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের’ ওপর গুরুত্ব আরোপ করেছেন। জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিবৃতি প্রকাশ করে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই আহ্‌বান জানান। সখবর বাসসের।

মহাসচিব সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির নিন্দা জানিয়েছেন।

তিনি শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পরিকল্পনা সম্পর্কে সেনাপ্রধানের ঘোষণাসহ দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। গুতেরেস বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্‌বান জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি সব ধরনের সহিংসতার বিষয়ে পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধভয় ও আতঙ্ক বিরোধী লং মার্চ চট্টগ্রামের কর আইনজীবীদের