পোশাক কারখানা খুলছে আজ

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

আন্দোলনসহিংসতা আর ক্ষমতার পালাবদলের ডামাডোলে দুই দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে পুরোদমে চালু হচ্ছে তৈরি পোশাক কারখানা। এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর ভাইসপ্রেসিডেন্ট নাসির উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে বৈঠক করে তারা সারা দেশের কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বলেন, আগামীকাল (বুধবার) থেকে সারা দেশের কারখানা চলবে। পূর্ণোদ্যমে চব্বিশ ঘণ্টা উৎপাদনে যাবে তৈরি পোশাক খাত। খবর বিডিনিউজের।

সরকার পতনের এক দফা আন্দোলনে রোববার ব্যাপক সহিংসতা আর প্রাণহানির পর সেদিন সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার। সোমবার থেকে তিন দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। সব কল কারখানাও বন্ধ হয়ে যায় অনির্দিষ্ট কালের জন্য।

প্রবল গণ আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পথে পথে উল্লাশের মধ্যে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় ঢুকে পড়ে জনতা, লুটপাটও হয়। বিকালের পর থেকে বিভিন্ন থানায় এবং আওয়ামী লীগ কার্যালয় ও দলটির নেতাদের ঘরবাড়িতে হামলা হয়। এর মধ্যে সব অফিস আদালত মঙ্গলবার থেকে খুলে দেওয়ার নির্দেশনা এলেও পোশাক শিল্প মালিকরা কারখানা বন্ধ রাখেন। এখন বুধবার থেকে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত হল।

পূর্ববর্তী নিবন্ধসশরীরে অফিস করেননি সিটি মেয়র, ওয়াসার এমডি ও সিডিএ চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধদায়িত্ব নিতে রাজি ইউনূস