বান্দরবানে পুলিশে অসন্তোষ

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবলদের ডিউটি পালনে অনীহা প্রকাশের দ্বন্দ্বে অতিরিক্ত পুলিশ সুপারকে আটকে রাখার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আড়াইটায় বান্দরবান বালাঘাটা পুলিশ লাইন ব্যারাকে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ লাইনসে কর্মরত একাধিক পুলিশ সদস্য জানান, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আর অনেক অফিসার পালিয়ে গেছেন। বর্তমান সময়ে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনো পুলিশ সদস্য ডিউটি করতে অনাগ্রহ প্রকাশ করেন। অফিসাররা ডিউটি পালন করতে বেশি চাপাচাপি করলে কনস্টেবলরা এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে পুলিশ লাইনের ভিতরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শোনা যায় এবং বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীকে পুলিশ লাইনের মধ্যে আটকে রাখা হয়। এছাড়া এ সময় পুলিশ লাইনের বাইরে কয়েশ বিক্ষুব্ধ জনতার ভিড়ও দেখা যায়। তবে এ বিষয়ে পুলিশ লাইনে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধদেড় যুগ পর রাউজানে আজ পথসভা করবে বিএনপি
পরবর্তী নিবন্ধগিয়াস উদ্দিন আল মামুনের জামিন