‘স্বপ্ন পূরণ হয়েছে, তবে সে আর বেঁচে নেই’

ঢাকায় আন্দোলনে নিহত ওমরের মা বললেন

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

ঢাকায় ছাত্র আন্দোলনে মো. ওমর (২২) নামে এক ছাত্র নিহত হয়েছেন। তিনি গত ৫ আগস্ট বিকাল ৪টার দিকে ঢাকা উত্তরায় পুলিশের গুলিতে মারা যান। তিনি বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড নুরুল হকের দোকান সংলগ্ন হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে। ৫ ভাই, ১ বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি বাংলাদেশ এয়ার ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে এ বছর ইঞ্জিনিয়ারিং পাস করে বের হয়েছেন।

তার মা রুবী আকতার বলেন, ছেলের স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে। স্বপ্ন পূরণ হয়েছে, তবে সে আর বেঁচে নেই। ঢাকায় থাকা অবস্থায় বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। স্থানীয় মো. রায়হান বলেন, ওমর মেধাবী ছাত্র ছিলেন। ইঞ্জিনিয়ার হয়েছেন, তবে তিনি এখন মৃত। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা একজন সৌদি প্রবাসী। তিনি সৌদি আরব থেকে নিজ বাড়িতে এসেছেন। আজ বুধবার আসরের নামাজের পর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, জিয়াউলকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধখসরুসহ বিএনপি-জামায়াতের ২২শত নেতাকর্মীর জামিন