জনগণই উন্মুক্ত করে দিয়েছে কালুরঘাট সেতু!

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৪:৪৩ অপরাহ্ণ

কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর সংস্কার কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই উন্মুক্ত করে দিয়েছে জনগণ। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কালুরঘাট সেতুটি উন্মুক্ত করার পর গাড়ি চলাচল করতে শুরু করেছে।

সেতুর কোনো কর্তৃপক্ষ না থাকায় দুই দিক থেকে সেতুতে গাড়ি তুলে দিলে উভয় দিকের যানবাহন সমস্যার সম্মুখীনে পড়ে। পরে দুপুর দুইটার দিকে সেতুর দুই দিকে দুইজন ইউনিভার্সিটির ছাত্র যানবাহন নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, সেতুর সংস্কার কাজ এখনো শেষ হয়নি। তবে গাড়ি চলাচলের বিষয়টি আমি জানিনা। বিস্তারিত জেনে আপনাকে (প্রতিবেদক) জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধঅনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা পুলিশের
পরবর্তী নিবন্ধসাগরে নৌকা ডুবিতে শিশুসহ ৯ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২২