লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. আশিক মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ইউনিয়নের সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া কুড়িগ্রাম জেলার চিলমারি থানার বিশাল পাড়ার আবদুল লতিফের পুত্র। শ্রমিকদের মাঝি আবদুল মোমিন জানান, আশিক মিয়া তার তত্ত্বাবধানে কাজ করতেন। প্রায় ৪ মাস যাবত চুনতি সিকদার পাড়ায় চিকিৎসক ছালাম ওসমানীর বসতঘর নির্মাণের কাজ করে আসছেন। গতকাল কাজ করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎ লাইনের সাথে রড লেগে যায়। এতে আশিক মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক সোহেল চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মীরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, ৪ মরদেহ
পরবর্তী নিবন্ধহ্রদ ঘেঁষে অর্ধশতাধিক করাতকল, গাছের বাকলে দূষণ