চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া উপলক্ষে ক্রীড়া উপকমিটির সভা গত ৪ আগস্ট রোববার প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এবং ক্রীড়া উপকমিটির আহবায়ক এম সরওয়ারুল আলম সোহেল এতে সভাপতিত্ব করেন। সভায় ক্রীড়া পরিচালনায় নানাদিক তুলে ধরে আলোচনায় অংশ নেন ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, মোস্তাফিজুর রহমান, দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফুল্লাহ চৌধুরী এবং সুলতান মাহমুদ সেলিম। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সভায় প্রেস ক্লাবের ক্রীড়ার উন্নয়নে তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় আগামী সেপ্টেম্বরের মধ্যে নাম অন্তর্ভুক্তির আহ্বান করার পাশাপাশি অক্টোবর মাসে খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত খেলা নভেম্বর মাসে সমাপ্ত হবে। খেলা পরিচালনার নীতিমালা প্রণয়ন এবং অনুমোদন করা হয়েছে। এছাড়া ২ দিনব্যাপী দাবা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে। সমাপনী দিনে সনদ বিতরণ করা হবে। একইসাথে সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৪০ জনকেও সনদ প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।