এই দিনে

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:০৭ পূর্বাহ্ণ

হিরোশিমা দিবস

১৮৭৩ প্রাবন্ধিক ও সমাজসংস্কারক কিশোরীচাঁদ মিত্রের মৃত্যু।

১৮৭৪ মার্কিন ঐতিহাসিক জেমস টমসনএর জন্ম।

১৮৮১ নোবেলজয়ী (১৯৪৫) স্কটিশ জীবাণুতত্ত্ববিদ স্যার আলেকজাণ্ডার ফ্লেমিংএর জন্ম।

১৮৮৯ লেখক ও সম্পাদক জন মিডল্টন মারির জন্ম।

১৮৯০ নিউ ইয়র্কে এক খুনীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।

১৮৯৫ নটসূর্য অহীন্দ্র চৌধুরীর জন্ম।

১৮৯৭ প্রামাণ্য চলচ্চিত্রকার আলবের্তো কাভালেকান্ডির জন্ম।

১৯০০ জার্মান সাংবাদিক ও সমাজতন্ত্রী ভিল্‌হেল্‌ম্‌ লিবনেখটএর মৃত্যু।

১৯০২ ভারতে দুর্ভিক্ষ ও ত্রাণকার্য সম্পর্কে ব্রিটিশ রাজের ‘ব্লু বুক’ প্রকাশিত হয়।

১৯১৪ রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯১৪ সাপ্তহিক ‘বসুমতী’ দৈনিক ‘বসুমতী’ রূপে আত্মপ্রকাশ করে।

১৯২৫ জাতীয়তাবাদী রাজনীতিক ও বাগ্মী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়এর মৃত্যু।

১৯২৬ মার্কিন সাঁতারু গাট্রুড এডার্লি ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম মহিলা সাতারুর গৌরব অর্জন করেন।

১৯৪৫ জাপানের হিরোশিমার মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করলে ভয়াবহ ধ্বংসলীলা সাধিত হয়। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক ঘটনা হিসেবে বিশ্বে এই দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালিত হয়।

১৯৫৭ নোবেলজয়ী (১৯৩২) মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়িরএর মৃত্যু।

১৯৫৯ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর মৃত্যু।

১৯৬২ জামাইকা স্বাধীনতা অর্জন করে।

১৯৮১ ভারতের বিশিষ্ট কমিউনিস্ট নেতা ভূপেশ গুপ্তের মৃত্যু।

১৯৯০ পাকিস্তানের রাষ্ট্রপতি গোলাম ইসহাক খান বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করে দেশে জরুবি অবস্থা জারি করেন।

১৯৯১ ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয়।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয় দেশে ফিরে আসুক শান্তি
পরবর্তী নিবন্ধদ্বন্দ্বময় মানব