শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধসহ হত্যাকাণ্ডের বিচার দাবি

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

চলমান সংকটময় পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে গতকাল রবিবার দুপুর ১২টায় চট্টগ্রামস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম.এ মতিন। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব স..ম আবদুস সামাদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, সারাদেশের ছাত্রসমাজ নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে দাবি তুলেছে। এতে অংশ নিচ্ছে সর্বস্তরের ছাত্রযুবজনতা। সচেতন জনতার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শুরু থেকেই শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে আসছে। তিনি বলেন, আন্দোলনের শুরুতেই যদি তাদের ন্যায্য দাবিগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হত, সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করত তবে জাতি এতগুলো অমূল্য প্রাণ হারাতো না।

তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, নিপীড়নমূলক মামলায় গ্রেফতার বন্ধ করাসহ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যাকান্ডের বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরো মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, এম. সোলাইমান ফরিদ, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, যুগ্ম মহাসচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজহারী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূর হোছাইন, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মোহাম্মদ আব্দুন নবী আলকাদেরী, নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মজলিসে শুরা সদস্য মাওলান করিম উদ্দিন নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধনৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে