শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে দুর্বৃত্তদের হামলা ও গাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক অধ্যাপ সিদ্ধার্থ কর, চসিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আকতার হোসাইন ও সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মকসুদুল ইসলাম। তারা যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নগরীর চশমা হিলের বাসা শুধু শিক্ষামন্ত্রীর নয়; এটি চট্টল বীর, বীর মুক্তিযোদ্ধা মরহুম মহিউদ্দিন চৌধুরীর বাসা। যেটি অনেক গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামের স্মারক হিসেবে নগরবাসীর কাছে পরিচিত। একইভাবে বহদ্দারহাটস্থ বহদ্দারবাড়ির কীর্তি পুরুষ বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। যিনি বর্তমানে সফলতার সাথে চট্টগ্রামে সিটির সত্তর লাখ মানুষের অভিভাবকত্ব করছেন। এ দুই বীর মুক্তিযোদ্ধার বাসভবনে হামলা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণীত। বিবৃতিতে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।