বিদ্যমান পরিস্থিতিতে দেশের আলিয়া মাদ্রাসার ওলামা মাশায়েখ পরিষদের এক সভা গতকাল হাটহাজারী ছিপাতলী আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছিপাতলি জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামপ্রতিক প্রাণহানিতে দেশের ওলামা মাশায়েখগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।
বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে সন্তান হারানোর মতো বেদনা অনুভব করছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে খুন নির্যাতন ভাঙচুর দেশের সম্পদের ওপর অগ্নিসংযোগসহ সৃষ্ট অস্থিতিশীল পরিবেশের জন্য ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানাচ্ছি। অধ্যক্ষ ফরিদ উদ্দিন বলেন, ইসলাম কখনো সন্ত্রাস হত্যাকাণ্ড নৈরাজ্য সমর্থন করে না। ইসলাম সব সময় শান্তি ও সহনশীলতার শিক্ষা দেয়। ছাত্রদের ন্যায্য দাবির সাথে আমরাও একমত। সুপ্রিম কোর্টের রায় থেকেও তাদের ন্যায্যতা স্পষ্ট হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে সংলাপের মাধ্যমে সংকট দ্রুত নিরসনের আহবান জানান নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মাওলানা হাছান মাসুদ, অধ্যক্ষ মাওলানা আ ন ম হাদিউজ্জামান, অধ্যক্ষ মাওলানা হোছাইন আহমদ ভূঁইয়া, অধ্যক্ষ ড. মুহাম্মদ ইদ্রিচ খান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোকাদ্দছুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা এ কে এম জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা আনছার উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।