ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (ইউএসটিসি) উপাচার্য এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড মিশন সোসাইটি চার্চ অব গড এর প্রতিনিধি ও দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী। ওয়ার্ল্ড মিশন সোসাইটি চার্চ অব গড এর চেয়ারম্যান সলোমন কিন ও শিক্ষার্থীরা বিশ্বব্যাপী তাদের সামাজিক ও মানবিক কাজগুলোর সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ সম্পাদনে ইচ্ছ প্রকাশ করেন। উপাচার্য ইউএসটিসিতে তাদের স্বাগত জানিয়ে তাদের এ ধরনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশংসাপত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর আব্দুল মোতালেব ভূঁইয়া, সহকারী রেজিস্ট্রার (এডমিন) শহীদুল্লাহ মোহাম্মদ সিকান্দার। প্রেস বিজ্ঞপ্তি।