হার দিয়ে কানাডা গ্লোবাল টি–টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু করেছিল বাংলা টাইগার্স। তবে পরের তিন ম্যাচে দুর্দান্তভাবেই ফিরেছিল । টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলা টাইগার্স। আর সে তিন ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম। কিন্তু পঞ্চম ম্যাচে এসে হারল বাংলা টাইগার্স। আর এই ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দুই তারকা। শনিবার রাতে ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসগা। ম্যাচের প্রথম ওভারেই ব্যাটিংয়ে যেতে হয় সাকিব আল হাসানকে। তবে দলের হাল ধরতে পারলেন না তিনি। ফিরে গেলেন পরের ওভারেই। অল্প পুঁজি নিয়ে বল হাতে ভালো করতে পারলেন না শরিফুল ইসলামও। বাংলাদেশের দুই ক্রিকেটারের ব্যর্থতার দিনে বড় ব্যবধানে হারল তাদের দলও। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় বাংলা টাইগার্স। ব্র্যাম্পটন লক্ষ্য ছুঁয়ে ফেলে ৮ উইকেট এবং ৫২ বল হাতে রেখে। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ বলে ৪ রান করেন সাকিব। বিশ ওভারের ক্রিকেটে সামপ্রতিক সময়টা ব্যাট হাতে খুবই বাজে কাটছে তার। টানা চার ম্যাচে দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হওয়ার পর এক ম্যাচে ৩ ছক্কায় ২৪ রান করেন তিনি। এরপর টানা দুই ম্যাচে ফের দুই অঙ্কে যেতে ব্যর্থ হলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ব্র্যাম্পটনের বিপক্ষে বোলিংই করেননি তিনি। ব্যাটিংয়ে ২ ছক্কায় ৪ বলে ১২ রান করা শরিফুল হাত ঘুরিয়ে ৩ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। আসরে এই প্রথম কোনো ম্যাচে উইকেটশূন্য থাকলেন শরিফুল। আগের চার ম্যাচে তার শিকার ৬ উইকেট। প্রথমে ব্যাট করতে নামা বাংলা টাইগার্র্সের শুরুটা ভাল হয়নি মোটেও। ম্যাচের তৃতীয় বলে হাজরাতউল্লাহ জাজাইয়ের বিদায়ের পর উইকেটে যান সাকিব। প্রথম চার বলে কোনো রান করতে পারেননি তিনি। পঞ্চম বলে চার মারেন অ্যান্ড্রু টাইকে। অস্ট্রেলিয়ান পেসারের পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেন সাকিব। মাত্র ১৩ রানে ৫ উইকেট হারানো বাংলা টাইগার্স কোনোমতে যেতে পারে ৭৯ পর্যন্ত। সর্বোচ্চ ১৯ রান করেন ইফতিখার আহমেদ। ব্র্যাম্পটনের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান শরিফুল। বাঁহাতি পেসারের প্রথম চার বলে কোনো রান নিতে পারেননি ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান পরের বলে মারেন চার। প্রথম ওভারে ৪ রান দেওয়া শরিফুল দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। এই ওভারে তাকে দুটি বাউন্ডারি মারেন ওয়ার্নার। পাওয়ার প্লে শেষের পর আরেকটি ওভার বোলিং করে শরিফুল । আর সে ওভারে দেন ৮ রান। ওয়ার্নারের ৩৩ বলে অপরাজিত ৪৪ রানের সুবাদে অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় ব্র্যাম্পটন।