শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। আর শিক্ষিত জাতি গঠনে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। করোনা মহামারীসহ বিভিন্ন সময়ে দেশে তীব্র তাপদাহ, বন্যা, অতিবৃষ্টি এমনকি রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরের অধিকাংশ সময় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়েছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে আবারো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীরা শিক্ষাদীক্ষায়, জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছে যা সভ্য বাঙালি জাতি হিসেবে পৃথিবীর বুকে আমাদের ঠিকে থাকার অস্তিত্ব বিপন্ন হতে পারে।

আমি একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের এই ক্রান্তিকালে রাষ্ট্রের নির্বাহী, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকলের কাছে আহবান জানাচ্ছি যেন অতিসত্বর সুষ্ঠুসুন্দর সুশৃঙ্খল ও সহাবস্থানের নীতিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে আমাদের আগামীর প্রজন্ম শিক্ষাথীদের মেধা বিকাশের মাধ্যমে মেধাবী জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখেন।

আবদুর রহিম

কমার্স কলেজ রোড,

মতিয়ারপোল, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে চাই প্লাস্টিক বর্জন