গাছবাড়িয়া–বরকল–আনোয়ারা সড়কে রাতের আঁধারে গাছ কেটে সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। সড়কের কয়েকটি স্থানে স্টিলের পেরেকও গেড়ে রেখেছিল বলে জানায় স্থানীয়রা। গত শনিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে যায়। এতে ভোর থেকে সকাল পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। গতকাল সকালে স্থানীয়রা কাটা গাছগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সংবাদকর্মী ওমর ফারুক ও সানি ঘোষ জানান, গাছবাড়িয়া–বরকল–আনোয়ারা সড়কের বেশ কয়েকটি স্থানে ৭/৮টি গাছ কেটে সড়কের মধ্যে ফেলে রাখে। এতে সকালবেলা যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় হেটে কর্মস্থলে যেতে হয়।
সড়কে গাছ কেটে ফেলে রাখার ব্যাপারে শুনেছেন বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওবাইদুল ইসলাম। তবে কে বা কারা এ কাজ করেছে তিনি জানাতে পারেননি। পরে স্থানীয়রা কাটা গাছগুলো সড়ক থেকে সরিয়ে নেয়।