পটিয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ বসতঘর

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

পটিয়ায় মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ছে ৪ বসতঘর। উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা হারাধন দাশের বাড়িতে গত শুক্রবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। এতে সেমিপাকা ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন চন্দন দাশ, প্রদ্বীপ দাশ, তাপস দাশ, মিকুন দাশ ও সাগর দাশ। তাদের ঘরের মূল্যবান আসবাবপত্র সহ সবকিছু পুড়ে যায়। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন ও দেয়াল লিখন
পরবর্তী নিবন্ধওসি কবিরুল খুলশীতে, পতেঙ্গায় মাহফুজ