ইউরোপে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানিকে ছাড়িয়ে গেছে বায়ু ও সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ এমনই তথ্য উঠে এসেছে সামপ্রতিক এক নতুন বিশ্লেষণে। শক্তির থিঙ্ক ট্যাঙ্ক অ্যাম্বার–এর মতে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে বায়ু টার্বাইন ও বিভিন্ন সৌর প্যানেল থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করেছে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২৭ শতাংশে নেমে এসেছে। খবর বিডিনিউজের।
২০২৪ সালের প্রথমার্ধে বিদ্যুতের চাহিদা বাড়লেও ইউরোপের ইতিহাসে জীবাশ্ম জ্বালানির উৎপাদন সবচেয়ে কম ৩৪৩ টেরাওয়াট ঘণ্টায় (টিডব্লিউএইচ) নেমে এসেছে, যা ২০২২ সালে ৫০০ টেরাওয়াট থেকেও কম বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। আমরা একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছি, আর এটি দ্রুতই ঘটছে। ইইউ’র সদস্য দেশগুলো যদি বায়ু ও সৌর শক্তি স্থাপনার গতি ধরে রাখতে পারে তবে জীবাশ্ম শক্তির উপর নির্ভরতা থেকে আমাদের মুক্তির সত্যিসত্যিই চোখে পড়তে শুরু করবে, বলেছেন অ্যাম্বার–এর ডেটা বিশ্লেষক চিরস রসলো।