বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামিল হচ্ছেন নানা পর্যায়ের মানুষ। ক্রিকেটাররাও এতে অংশ নিয়ে শান্তিকামনা করছেন। এ নিয়ে এবার মুখ খুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের এই পরিস্থিতিতে শান্তি চাইছেন তিনি। ফেসবুক পোস্টে এই অভিজ্ঞ ক্রিকেটার লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এক ফেসবুক স্ট্যাটাসে গতকাল বলেন, ‘যা দেখি তা সবই সত্যি নয়। আবার, যা দেখিনা তা সবই মিথাও নয়! জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আজ আপনি যতবড় ক্রিকেটার বা স্টারই হোন না কেন; আপনার দেশ, আপনার দেশের শিক্ষার্থী তথা তরুণ সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি–পেশার মানুষ আপনার অহংকার আর তাদের সাপোর্ট ও ভালোবাসাই আজ আপনি তারকা, মহাতারকা।’ আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে আশরাফুল লিখেছেন, ‘আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্য মুক্তি পাক। (খাদ্যদ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, ডলার সংকট, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ সকল বে–আইনি জিনিস বন্ধ হোক, সম্ভব হলে এখনই (এই আন্দোলনের মাধ্যমেই হোক)।’
শেষে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা না করার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইদের প্রতি অনুরোধ, নিরীহ কারো ওপর অধিক বলপ্রয়োগ করবেন না; কারণ, আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারই ছেলে–মেয়ে, ভাই–বোন, বা আপনার মতোই অন্য কারো স্বজন। নিরপেক্ষ তদন্তের অধীন– যে বা যারাই খুন, হত্যাযজ্ঞ ও স্থাপনা ধ্বংসে নিয়োজিত ছিল তাদের সঠিক ও দ্রুতসময়েই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হোক। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাক। সবকিছু দ্রুতসময়েই স্বাভাবিক হোক।’