কারবালার শিক্ষা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়

লেডিস ক্লাবের মাহফিলে বক্তারা

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত বুধবার পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাবেক সভানেত্রী জিনাত আজম, সহসভানেত্রী পারভিন চৌধুরী, আক্তার বানু ফ্যান্সী, সৈয়দা শামীম কাদের সুরমা, রোকেয়া আকতার বারী, শামীম আরা আহাদ, ফরিদা ফরহাদ, মেহের আফরোজ হাসিনা, খাদিজা খাতুন, রোকেয়া চৌধুরী, রোকেয়া চৌধুরী, হাজেরা আলম মুন্নী, মুনিরা হুসনা, রোকেয়া আহমেদ, আফরোজা মায়া, শাহেদা আখতার নাসরীন, শাহরিয়ার ফারজানা, নাজনীন আরা, মর্জিনা আখতার, সাকেরা সাদেক, রোকেয়া জামান, রোকসানা আক্তার, অধ্যাপক আলেয়া চৌধুরী, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, সাহানা আখতার বীথি প্রমুখ।

বক্তারা বলেন, কারবালার ইতিহাস এ যুগের এজিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। ঐতিহাসিক কারবালার হৃদয়বিদারক ঘটনা যুগে যুগে সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাহফিল পরিচালনা করেন রেহেনা আকতার করিম। সব শেষে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং দেশ ও জাতির শান্তি কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের সভা
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের মাঝে কাউন্সিলর রুমকির চাল বিতরণ