বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এখন ১৫৮ জন

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ৬৫ সদস্য থেকে বাড়িয়ে ১৫৮ সদস্য করা হয়েছে। গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হল। আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বর্ধিত কমিটিতে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহসমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। খবর বিডিনিউজের।

চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্রটি হাই কোর্ট বাতিল করার প্রতিক্রিয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে গত ৮ জুলাই ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই কমিটিতে সমন্বয়ক হিসেবে ২৩ জন এবং ৪২ জনকে সহসমন্বয়ক হিসেবে রাখা হয়েছিল। এবার কমিটি বর্ধিত করে এখন ১৫৮ সদস্যের করা হল।

পূর্ববর্তী নিবন্ধসহ্যের সীমা অতিক্রম করায় পাল্টা আঘাতের সময় এসেছে
পরবর্তী নিবন্ধযুব ও ছাত্র জনতার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ