আজও খুলছে না প্রাথমিক বিদ্যালয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ রোববার থেকে ধাপে ধাপে খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর বাংলানিউজের।

৪ আগস্ট (আজ) থেকে দেশের ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোটা আন্দোলনে সহিংসতার কারণে গত ১৮ জুলাই এবং ২১ জুলাই থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে।

পূর্ববর্তী নিবন্ধমাঠে নামছে আওয়ামী লীগ, সারা দেশে জমায়েতের ডাক
পরবর্তী নিবন্ধআবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত