অলিম্পিকে নারী টেনিসের ফাইনালে চীনা তরুণী চিংওয়ান

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

টেনিসের লাল মাটির কোর্ট রোলাঁ গাঁরোয় টানা ২৫ ম্যাচের জয়যাত্রা থেমে গেল ফরাসি ওপেনের গত তিনবারের চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেকের। প্যারিসে শিয়াওতেকের আধিপত্য থামিয়ে অলিম্পিকের ফাইনালে চীনা তরুণী চিংওয়ান। প্যারিসের ক্লে কোর্টে গত কয়েক বছরে একরকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ইগা শিয়াওতেক। টানা তিনবার জিতে নেন ফরাসি ওপেনের শিরোপা। প্যারিস অলিম্পিকেও নারী এককে ফেভারিটদের একজন ছিলেন তিনি। কিন্তু পারলেননা। অলিম্পিক নারী টেনিসের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে এই ফরাসি তারকাকে। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকাকে সরাসরি সেটে উড়িয়ে ফাইনালে উঠেছেন চীনের জং চিংওয়ান। সেমিফাইনালে গত বৃহস্পতিবার ২৩ বছর বয়সী পোলিশ তারকাকে ৬, ৫ গেমে হারান ষষ্ঠ বাছাই চিংওয়ান। এই হারে রোলাঁ গাঁরোয় শিয়াওতেকের টানা ২৫ ম্যাচের জয়যাত্রা থেমে গেল। এখানে সবশেষ তিনি হেরেছিলেন ২০২১ সালে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে। অলিম্পিকে প্রথম সোনার পদক জয়ের আরেকটি চেষ্টা করার জন্য আরও চার বছর অপেক্ষা করতে হবে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকাকে। অন্যদিকে প্রথম চাইনিজ খেলোয়াড় হিসেবে অলিম্পিকে টেনিসের এককে ফাইনালে উঠলেন গত অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ চিংওয়ান। সোনার পদকের লড়াইয়ে আজ শনিবার ২১ বছর বয়সী এই খেলোয়াড় খেলবেন ক্রোয়েশিয়ার দোনা ভেকিচ অথবা স্লোভাকিয়ার আনা ক্যারোলিনার বিপক্ষে। এই দুজন খেলবে দ্বিতীয় সেমিফাইনালে। আর সে ম্যাচে যে জিতবে তার সামনে পড়তে হয়ে চিংওয়ানকে। বরাবরই অলিম্পিকে শক্তিশালী দল চীন। এখনো পর্যন্ত পদক তালিকার শীর্ষে অবস্থান করছে চীনারা। আর সে পদক তালিকায় যোগ হতে পারে আরো একটি। যদি আজ নারী টেনিসের ফাইনালে জিততে পারেন চিংওয়ান।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে আইসিসি
পরবর্তী নিবন্ধতবুও তৃপ্তি নিয়ে ক্যারিয়ার শেষ করলেন এন্ডি মারে