বঙ্গবন্ধুর অন্তঃকরণ জুড়ে ছিল বাঙালির আবহমান লোকায়ত দর্শন

‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে ড. শেখ সাদী

| শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয় জীবনের সাথে জড়িয়ে থাকা অবিচ্ছেদ্য সত্তার নাম। যাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও প্রখর নেতৃত্বের সোপান বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। বঙ্গবন্ধুর এই নেতৃত্বের সঙ্গে অকৃত্রিমভাবে যুক্ত ছিল স্বদেশপ্রেম, সততা, অপরিমেয় ঔদার্য, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদ, দূরদর্শিতা ও গণতন্ত্রমনস্কতা। তিনি বলেন, বঙ্গবন্ধুর অন্তঃকরণ জুড়ে ছিল বাঙালির আবহমান লোকমানসের পরিপুষ্টি, লোকায়ত দর্শন, লোকসংস্কৃতির নানা উপাদানের উপস্থিতি এবং গভীর প্রভাব। তিনি কেবল রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, একজন অন্তপ্রাণ সংস্কৃতিকর্মী ও সংগঠকপৃষ্ঠপোষকও ছিলেন। তিনি ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে গতকাল শুক্রবার ‘বঙ্গবন্ধু ও ফোকলোর ভাবনা’ বিষয়ে মূল প্রবন্ধে এসব কথা বলেন। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শৈলী প্রকাশন আয়োজিত দ্বিতীয় দিনের সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাসেম। সাহিত্যিকসাংবাদিক রাশেদ রউফের পরিচালনায় আলোচনায় অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা, কবি প্রাবন্ধিক রিজোয়ান মাহমুদ, লোকগবেষক, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া। সেমিনারের ফাঁকে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও ছড়া পাঠ করা হয়। ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশিত সংকলনটি অনুষ্ঠানে সংগ্রহ করা যাচ্ছে অর্ধেক দামে।

আজকের কর্মসূচি : আজ শনিবারের বিষয় : বঙ্গবন্ধু ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন চুয়েট গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচক থাকবেন অধ্যক্ষ এস এম ওমর ফারুক, অধ্যাপক আলমগীর মোহাম্মদ, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ জহির। সূচনা বক্তব্য দেবেন দীপক বড়ুয়া। কবিতা পাঠ করবেন কবি আবু তাহের মুহাম্মদ, ইউসুফ মুহম্মদ, বিজন মজুমদার, কাসেম আদনান, রাহগীর মাহমুদ, জাহাঙ্গীর আজাদ, শাহীন মাহমুদ, সারাফ নাওয়ার, বনশ্রী বড়ুয়া, প্রতিমা দাশ, জেসমিন জেসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই মাসে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপ্যারিস অলিম্পিকে নারী বক্সিংয়ে পুরুষ বক্সার !