সীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনের এমপি এস এম আল মামুন বলেছেন, আমার বাবা মরহুম এবিএম আবুল কাসেম মাস্টার এমপি সীতাকুণ্ড প্রেস ক্লাবের জন্য অনেক অবদান রেখেছেন। একথা দলমত নির্বিশেষে সকল সাংবাদিক স্বীকার করেন। এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। আমিও শুরু থেকেই সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাথে ছিলাম। আমার বাবার মতো ভবিষ্যতেও এই প্রেস ক্লাবের উন্নয়নে থাকব আমি। সীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিকরা দায়িত্বশীল ভুমিকা নিয়ে কাজ গত বুধবার বিকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত নীচতলার অফিসের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইউএনও কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন, বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ, কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুর হাকিম। বক্তব্য দেন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন তছনছ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল-সমাবেশ