মীরসরাইয়ে তলিয়ে গেল রাস্তাঘাট, ফসলি জমি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

তিনদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি। বৃষ্টি অব্যাহত থাকলে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

খৈয়াছরা গ্রামের ১নং ওয়ার্ডের জাবেদ হোসান জানান, গত বুধবার রাত থেকে শুক্রবার দিনভর লাগাতার বর্ষণে ডুবে গেছে ১২ নং খৈয়াছরা গ্রামের ফসলি জমি, বিভিন্ন গ্রামের রাস্তাঘাট। অনেকের বাড়িতে উঠোনে নিচু বাড়িগুলোর ঘরের মেঝের কানায় কানায় চলে এসেছে পানি। বর্ষণ অব্যাহত থাকলে বাড়বে আরো দুর্ভোগ।

৭ নং কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ুন বলেন, আমনের চারা রোপণ করছিল কৃষকরা। অনেকের ফসলের ক্ষেত এখন পানির নিচে। এখনো ক্ষয়ক্ষতি ব্যাপক না হলেও বর্ষণ অব্যাহত থাকলে আমনের ক্ষতিসহ জনজীবন বিপর্যস্ত হবার আশংকা আছে।

উপজেলার আমবাড়িয়া গ্রামের কৃষক জাহেদ কোরাইশী বলেন, এখন রোপা আমন নিয়েই ব্যস্ত কৃষকরা। ইতিমধ্যে মাঠের সকল চারা পানিতে ডুবে আছে। বৃষ্টি বন্ধ হলে হয়তো আবার জেগে উঠবে। নইলে ঝুঁকি আছে। ইছাখালীর মৎস চাষি মেজবাহ উল আলম বলেন, ইতিমধ্যে উপকূলীয় এলাকার অনেক মাছের প্রকল্প পানিতে টুই টুম্বুর। আরও বৃষ্টিপাত হলে অনেকের মাছের ঘের ভেসে যেতে পারে। এতে মৎস্যচাষিরা ও পথে বসার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, উপজেলায় এবার আমনে লক্ষমাত্রা ২০ হাজার হেক্টর। গত বছরের তুলনায় ১০০ হেক্টর বেশি। এবার কৃষকদের মাঝে নানাভাবে ভালো ধান উৎপাদনের সকল প্রস্তুতিই নেয়া হয়েছে। চলতি প্রতিকূলতা কাটিয়ে উঠলে সংকট আর থাকবে না এমনটাই প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধভাঙছে সৈকতের ঝাউবাগান
পরবর্তী নিবন্ধউপমহাদেশে ইসলাম প্রচারে সুলতান সাইয়্যেদ আশরাফ জাহাঙ্গীর সিমনানীর অবদান