প্যারিস অলিম্পিকে মেয়েদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অলিম্পিকে সোনা জিতেছেন চীনের ইয়াং জিয়ায়ু। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৫ মিনিট ৫৪ সেকেন্ডের মতোন। স্পেনের মারিয়া পেরেজ ১ ঘণ্টা ২৬ মিনিট ১৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রূপা। অস্ট্রেলিয়ার জেমিমা মনটাগ ১ ঘণ্টা ২৬ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হলেও ইয়াং আগে থেকে একই ইভেন্টের বিশ্ব রেকর্ডধারী ও ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। টোকিও অলিম্পিকে অবশ্য আহামরি কিছু করতে পারেননি। হয়েছেন ১২তম। এবার শুরু থেকেই রেসে ছিলেন অগ্রগামী। ফিনিশিং লাইন অতিক্রম করার সময়ও দুইয়ে থাকা মারিয়া পেরেজের চেয়ে ২৫ সেকেন্ড এগিয়ে ছিলেন। এদিকে প্যারিস অলিম্পিকে বৃহস্পতিবার পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিন্তাদো। ইকুয়েডর এই ইভেন্টে ১৯৯৬ সালের পর সোনা জিতেছে। আতালান্টায় সর্বশেষটি জিতেছিলেন জেফারসন পেরেজ। রিও অলিম্পিকে চতুর্থ হওয়া ব্রাজিলের সিয়াও বোনফিম এই আসরে উন্নতি করেছেন। জিতেছেন রূপা। স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ন আলভারো মার্টিন জিতেছেন ব্রোঞ্জ।