অপরিচ্ছন্ন পরিবেশের জন্য তিন হোটেলকে জরিমানা

কর্ণফুলীর আখতারুজ্জামান চত্বর এলাকা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশের জন্য তিন হোটেলকে ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন লাগানোর জন্য দুটি দোকানকে এ জরিমানা করা হয়। গত বুধবার দুপুরে উপজেলার আখতারুজ্জামান চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত। এসময় কর্ণফুলী থানা পুলিশ ও আনসার সদস্যসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, অপরিষ্কারঅপরিচ্ছন্ন কিচেন, নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং খোলা ডাস্টবিন ইত্যাদির জন্য নিউ মদিনা হোটেল ও বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা; আল আকসা হোটেল এবং মক্কা হোটেলকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের জন্য ২টি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান দুটির মধ্যে ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা এবং শান্তা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত বলেন, কর্ণফুলীতে বিভিন্ন অসংগতি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের নাশকতাকারীদের ছাড় দেয়া হবে না
পরবর্তী নিবন্ধতরুণ প্রজন্ম মৎস্য চাষে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে