কোটা আন্দোলন ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হতাহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মৌন মিছিল করেছে চুয়েট শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষকদের মৌন মিছিলটি উপাচার্য অফিসের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ পেরিয়ে কাপ্তাই সড়কে গিয়ে আবার উপাচার্যের ভবনে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমানের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম। এতে বক্তারা বলেন, রাতের আঁধারে অহিংস চুয়েট শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া অবিবেচনা প্রসূত, অমানবিক। শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচারসহ সকল যৌক্তিক দাবিতে চুয়েট শিক্ষক সমাজের সমর্থন সর্বদা অবিচল থাকবে। শিক্ষকগণ হতাহত শিক্ষার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সকল ঘটনার বিচারের দাবি জানান।
শিক্ষকদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এ মৌন মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।