মাদক সেবনে বাধা, রাঙ্গুনিয়ায় ঘরে অগ্নিসংযোগ ছেলের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ৪:০০ অপরাহ্ণ

মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বসতঘর পুড়িয়ে দেয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে ছেলেকে। মামলাটি করেন তার নিজ বাবা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তা ব্যক্তির নাম মিকু বড়ুয়া (২৯)। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায়। বুধবার (৩১ জুলাই) সকালে প্রকাশ বড়ুয়ার মামলায় ওই যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার বিবরণ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রকাশ বড়ুয়া পেশায় একজন দিনমজুর। তার ছেলে মিকু দীর্ঘ ১০ বছর ধরে মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে তিনি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে।

সোমবার (২৯ জুলাই) বিকেলে বাবা নিরুপায় হয়ে ছেলেকে মাদক সেবন বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পরদিন বিকেলে দিয়াশলাই দিয়ে বসতঘর পুড়ে দেয়। আগুনে কাঁচা বসতঘরের দুটি কক্ষ ও একটি বারান্দাসহ আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মামলার বাদী প্রকাশ বড়ুয়া বলেন, মাদকাসক্ত হওয়ার পর আমার ছেলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। নিরুপায় হয়ে অনেকটা বাধ্য হয়ে মামলা করতো হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার উপ—পরিদর্শক (এস আই) উত্তম কুমার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। মামলার আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ”

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসে থানচি সড়ক যোগাযোগ বিপদজনক, নিখোঁজ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধজামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি