পাহাড় ধসে থানচি সড়ক যোগাযোগ বিপদজনক, নিখোঁজ শিক্ষার্থী

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ২:৫৮ অপরাহ্ণ

বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম, তুমব্রু সীমান্তবর্তী এলাকায় ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিপজ্জনক হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালেও জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম, তুমব্রু এলাকায় ৫টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে সড়ক ও শতশত ঘরবাড়ি।

এদিকে পানিবন্দী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অভ্যন্তরিন সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে তুমব্রু এলাকায় পাহাড়ী ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থী।

অপরদিকে বৃষ্টিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি, সদর, লামা ও রুমা-থানচি সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে জেলার সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগও বিপজ্জনক হয়ে পড়েছে। তবে ধসে পড়া মাটি সরিয়ে হাল্কা যানবাহন চলাচল করছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, ঘুমধুম-তুমব্রু এলাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে ৫টি গ্রামের শতশত মানুষ। বাসিন্দাদের ত্রাণ সহায়তা প্রদান ও নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধফেরিতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক নদীতে
পরবর্তী নিবন্ধমাদক সেবনে বাধা, রাঙ্গুনিয়ায় ঘরে অগ্নিসংযোগ ছেলের