যুক্তরাজ্যে ৪ কোটি ভোটারের তথ্য বেহাত

নিরাপত্তা দুর্বলতা

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

পাসওয়ার্ড ও সফটওয়্যার আপডেট না করায় যুক্তরাজ্যের কোটি কোটি ভোটারের ব্যক্তিগত তথ্যে প্রবেশের সুযোগ পেয়েছে হ্যাকাররা। সম্প্রতি এমনই তথ্য পেয়েছে যুক্তরাজ্যের এক ডেটা প্রাইভেসি নিয়ন্ত্রক সংস্থা। এ নিরাপত্তা ত্রুটির জন্য যুক্তরাজ্যের নির্বাচন তদারকি সংস্থা‘ইলেক্টোরাল কমিশনকে নিন্দা জানিয়েছে দেশটির ইনফরমেশন কমিশনার অফিস (আইসিও)। খবর বিডিনিউজের।

নির্বাচনী রেজিস্টার সংরক্ষিত ছিল এমন সব কম্পিউটারে ২০২১ সালের আগস্টে সাইবার আক্রমণকারীরা প্রবেশের সুযোগ পেয়েছিল। এসব কম্পিউটারে লাখ লাখ ভোটারের বিস্তারিত এমনসব তথ্য ছিল, যা কখনও জনসমক্ষে প্রকাশ পায়নি। এদিকে সাইবার হামলার ঝুঁকি ঠেকানোর মতো পর্যাপ্ত সুরক্ষা না রাখার বিষয়টি নিয়েও দুঃখ প্রকাশ করেছে কমিশন। আইসিওর তদন্তে উঠে আসে, নিজেদের কাছে থাকা ভোটারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার মতো যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না কমিশনের কাছে।

পূর্ববর্তী নিবন্ধকেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫১, নিখোঁজ বহু
পরবর্তী নিবন্ধবৈরুতে ইসরায়েলের আঘাত হানা ভবনে ছিলেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার