১০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান ম্যাককিওন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

অলিম্পিকের রেকর্ডধারী কাইলি ম্যাককিওন ও বিশ্বরেকর্ডধারী রেগান স্মিথ সাঁতরালেন পাশাপাশি লেনে। দুজনেই ঝড় তুললেন প্যারিসের সুইমিংপুলে। শেষ পর্যন্ত নিজের রেকর্ড ভেঙে নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা ধরে রাখলেন অস্ট্রেলিয়ার ম্যাককিওন। প্যারিসের লা ডিফঁসা অ্যারেনায় ৫৭ দশমিক ৩৩ সেকেন্ড টাইমিং করে রেকর্ড গড়ে সোনা জিতে নেন ম্যাককিওন। টোকিও অলিম্পিকে গড়া ৫৭ দশমিক ৪৭ সেকেন্ডের রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন এই ২৩ বছর বয়সী ঁসতারু। অলিম্পিকের আঙিনায় তিনটি করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী আরিয়ার্ন টিটমাস, ইয়ান থর্প এবং ডন ফ্রেজারের পাশেও বসলেন ম্যাককিওন। টোকিও অলিম্পিকে ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও সেরা হয়েছিলেন তিনি। প্যারিসে এসে ইতিহাসের অংশ হতে পারার উচ্ছ্বাস ঝরল ম্যাককিওনের কণ্ঠে। প্রতিক্রিয়ায় ম্যাককিওন বলেন দারুণ এক অনুভূতি হচ্ছে। ইতিহাসের অংশ হতে পারা দারুণ ব্যাপার। আশা করি সপ্তাহের বাকি অংশে এই ছন্দ টেনে নিয়ে যেতে পারব আমি।

গত জুনে ৫৭ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন রেগান। যুক্তরাষ্ট্রের এই সাঁতারুকে নিয়ে দেশটির প্রত্যাশা ছিল অনেক। তিনি টক্করও দিয়েছিলেন। কিন্তু পেরে ওঠেননি ম্যাককিওনের সাথে। ৫৭ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। ম্যাককিওন ও রেগ্যান দুজনে প্রত্যাশিতভাবে পেয়েছিলেন দারুণ শুরু। কিন্তু মাঝে কাইলি মেস দারুণ ঝলক দেখিয়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু পরে পিছিয়ে পড়ে চতুর্থ হয়েছেন কানাডার এই সাঁতারু। ৫৮ দশমিক ২৯ সেকেন্ড টাইমিং করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন বেরকফ ৫৭ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে তার বাবা ডেভিডের মতোই ব্রোঞ্জ দিয়ে অলিম্পিক পদকের খাতা খুলেছেন। ডেভিড ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান সিরিজে পাওয়া যাবে সাকিবকে
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগের সমাপনী আজ