আই টি এফ,বাংলাদেশের নবনির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

আই টি এফ বাংলাদেশ তায়কোয়ান্ডো বাংলাদেশের দ্বিতীয় মত বিনিময় ও আলোচনা সভা ৩০ জুলাই নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনে আই টি এফ বাংলাদেশ তায়কোয়ান্ডো বাংলাদেশের সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক উশু জাজ কো কোচ ডা. মো. শফি। প্রধান আলোচক ছিলেন জাতীয় কারাতে রেফারি ও প্রশিক্ষক প্রফেসর অজয় দে। বিশেষ অতিথি ছিলেন আই টি এফ, বাংলাদেশ তায়কোয়ান্ডো বাংলাদেশের উপদেষ্টা সার্জেন্ট (অবঃ) মোঃ মিজানুর রহমান, সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান (কাজল )। অতিথি ছিলেন মোঃ আশিক রহমান, মোঃ সাজ্জাদ খান, মো. আইয়ুব আলী, আফতাব ফোরকান, ডাঃ আলমগীর, মোঃ আলমগীর, মোঃ ইসহাক, মো. ফারুক আলম বিটু, মোঃ আয়াত উল্লাহ, শারমিন আক্তার, মাহমুদা ঈশিতা প্রমুখ। অনুষ্ঠান শেষে আগষ্ট মাসের শেষে নতুন কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন চলচ্চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল।

পূর্ববর্তী নিবন্ধকোটা সংস্কার আন্দোলনের আড়ালে নাশকতায় জড়িতদের শাস্তি দাবি
পরবর্তী নিবন্ধপাকিস্তান সফরে ‘এ’ দলের অধিনায়ক হৃদয় ও এনামুল