বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েট এন্ড ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গত ৩০ জুলাই চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে মহানগর কমিটির সভাপতি অ্যাড. প্রদীপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন নাট্যজন সজল কান্তি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল আলম নিজামী। মূখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. আর কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সুজন ভট্টাচার্য্য, জসিম উদ্দিন চৌধুরী, এস এম গোলাম নিজামী, শেখ ইমরান হোসেন।
মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মো. মুজিবুল হক চৌধুরী, নির্মল রায়, ডা.এস কে পাল সুজন, মো. শাহেদুল হক শাহেদ, প্রকৌশলী উত্তম দে মুন্না, এ.কিউ.এম মোছলেহ উদ্দিন, হাজী শহীদুর রহমান খোকন, জনি পাল, মো. তিতাস, সুজিত তালুকদার, রোজী চৌধুরী। সংগীত পরিবেশন করেন মৌ মনি, ইফতেখাব আলম মান্না, জগলুল পাশা, মৌ দাশ, শারমিন হোসাইন, মোঃ পারভেজ, শংকর বড়ুয়া, সমীরন পাল, বাউল শিল্পী বিজয় নাথ প্রমুখ। বক্তারা বলেন, সুন্দর আগামী প্রজন্ম গঠনে নৈতিক শিক্ষা, সঠিক ইতিহাস ও প্রযুক্তিগত শিক্ষাই আগামী প্রজন্মের সুন্দর জীবনবোধ গঠনের জন্য অত্যাবশকীয়। মানবিক সমাজ গঠনে মূল্যবোধের সৎ গুণাবলীর চর্চা প্রয়োজন। হিংসা–বিদ্ধেষ পরিহার করে দেশগঠনে সকলকে কল্যাণমুখী কর্মচর্চায় আদর্শিক ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।