বান্দরবানে গ্রেপ্তার বিএনপির ৪ কর্মী জেলে

নাশকতার মামলা

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

বান্দরবানে নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির ৪ জন কর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক এ এস এম এমরান আদালতে নাশকতার মামলায় গ্রেফতারকৃত ৫ জনকে হাজির করে পুলিশ। আদালত আসামীদের বিরুদ্ধে অভিযোগ শুনে জামিন আবেদন না মঞ্জুর করে ৪ জন বিএনপি কর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেনহাফেজঘোনার বাসিন্দার মো. রবিন, স্টেডিয়াম এলাকার বাসিন্দার মো. হেলাল, কালাঘাটার বাসিন্দার সুলতান ও বাইশারীর বাসিন্দার মো. হাশেম। তবে বয়স বিবেচনায় অসুস্থ মো. মূছা সওদাগরের আবেদন মঞ্জুর করে জামিন দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান চীফ জুডিশিয়াল আদালতের উপপুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত।

আদালতের আইনজীবী আবু তালেব জানান, গত মঙ্গলবার বান্দরবান সদর থেকে ৪ জন ও বাইশারী থেকে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের ২০২৩ সালে দায়ের করা পাওয়ার এক্ট নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে ৪ জনকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। অপরজনের জামিন মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফিরিঙ্গিবাজারে বিক্ষোভ