সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জিয়াউর রহমান সরকারের মন্ত্রিসভারও সদস্য ছিলেন।

রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের নিজ বাড়ি সীতাকুণ্ডের রহমতনগরস্থ পারিবারিক কবরস্থানে সকালে পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। পারিবারিকভাবে গ্রহণ করা এ সব কর্মসূচিতে মরহুমের সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সীতাকুণ্ড উপজেলা বিএনপির পক্ষ থেকেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, এল কে সিদ্দিকী ১৯৩৯ সালের ১৫ এপ্রিল সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনীতির পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে তিনি নিবেদিত ছিলেন। তিনি রোটারি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ও আগ্রাবাদ মহিলা কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন দৈনিক আজাদীর নিয়মিত কলাম লেখক। ‘ফেলে আসা দিনগুলো’ এবং ‘ফেলে আসা দিনগুলো ও অন্যান্য’ নামে তাঁর দুইটি পাঠক প্রিয় গ্রন্থ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিল্পজোন থেকে আহত মায়া হরিণ উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালী পৌরসভার ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা